ট্রেন বন্ধ: যাত্রীদের জন্য বিআরটিসি বাসের বিকল্প ব্যবস্থা রানিং স্টাফদের আন্দোলনের কারণে গতকাল সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এক জরুরি বার্তায় জানান, আন্দোলনের ফলে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।
এছাড়া, উল্লিখিত স্থানগুলো থেকেও যাত্রীরা ঢাকায় আসার জন্য একইভাবে বিআরটিসি বাস সার্ভিস ব্যবহার করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিকল্প বাস পরিষেবা চালু থাকবে।
উল্লেখ্য, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। রেলওয়ের এ উদ্যোগ অনেক যাত্রীর ভ্রমণ সমস্যা কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে।