নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী নিহত এবং ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে । ২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় কক্সবাজার অভিমূখী একটি রিলাক্স পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমূখী একটি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালিয়ে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।